নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশে প্রথম বার ১০০ পেরোল ডিজেল। রাজস্থানের উত্তর সীমান্তে অবস্থিত গঙ্গানগরে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম বর্তমানে ১০০ টাকার বেশি। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে যাওয়ায় শনিবার ১ লিটার ডিজেল কিনতে দিতে হচ্ছে ১০০.০৬ টাকা। অন্যদিকে পেট্রোলের দামও ১০০ পেরিয়ে ১০৭.২৫ টাকা।
দেশব্যাপী শনিবার পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি যথাক্রমে ২৭ ও ২৫ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ৪ মে ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই নিয়ে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫.৭২ ও ৬.২৫ টাকা।
Price of diesel crossed the ₹100 per litre mark for the first time in the country
It is now sold at ₹100.05 a litre in Rajasthan’s Ganganagar after state-run oil companies raised auto fuel rates for the 23rd time in 40 days
(@JayaswalRajeev reports) https://t.co/dyqkXfr133
— Hindustan Times (@htTweets) June 12, 2021
আরও পড়ুনঃ কোভিড ভ্যাকসিনের ওপর জিএসটিতে ছাড় দেওয়ার প্রশ্নই নেই, জানাল কেন্দ্র
ইতিমধ্যে দেশের মুম্বাই, জয়সালমীর, ইন্দোর, ভূপাল, গোয়ালিয়ার প্রমূখ শহরে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০০ টাকার উপরে। শনিবার দেশে পেট্রোলের সর্বোচ্চ দাম গঙ্গানগরেই-লিটার প্রতি ১০৭.২২ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584