মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
লাগাতার জ্বালানীর দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পরেছে অনেক আগেই। যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তাতে জীবন্ত ব্যক্তির মধ্যে প্রাণ না থাকার মতো অবস্থা হয়েছে আমজনতার। গাড়ি আছে কিন্তু তেল কেনার ক্ষমতা নেই। এখন ঠিক এমনই পরিস্থিতিতে দিন গুজরাচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার সামান্য স্বস্তি পেল শহরবাসী। টানা ৩৫ দিন পর কলকাতার বাজারে অবশেষে কমল পেট্রোল-ডিজেলের দাম। তবে ১০০-র নীচে নামেনি পেট্রোলের দাম।
আজ, রবিবার গোটা দেশে লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫-২০ পয়সা। যার জেরে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ১০১ টাকা ৯৩ পয়সা। আবার প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ১৮-২০ পয়সা। বর্তমানে কলকাতায় ডিজেলের দাম ৯২ টাকা ১৩ পয়সা। আজ পেট্রোল ডিজেলের দাম কমেছে। আশা করা যায়, ছুটির দিনে এই খবরটাই শহরবাসীকে একটু স্বস্তি দেবে।
আরও পড়ুনঃ তামিলনাডুতে ১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, রোটেশন ভিত্তিতে চলবে ক্লাস
প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০১ টাকা ৬৪ পয়সা। এছাড়া, প্রতি লিটার ডিজেলের দাম ৮৯ টাকা ০৭ পয়সা। এটাই এখন পরিশোধিত মূল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584