নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পরপর দুদিন পেট্রোপণ্যের দাম অপরিবর্তিত থাকার পর আবারও ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের মূল্য। গত ২০ দিনে গড়ে ২.৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে পেট্রোল ডিজেলের দাম। তবে পেট্রোলের চেয়েও তুলনামূলক বেশি মূল্যবৃদ্ধি হয়েছে ডিজেলে।
কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ৯২ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ৮৫ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৯৯ টাকা ১৪ পয়সা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের
চিন্তা বাড়াচ্ছে ডিজেলের মূল্যও।কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৩৬ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৩.৫১ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯০.৭১ টাকা। সব মেট্রো-শহরের পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুনঃ নারদকাণ্ডে রাজ্যের চার নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, মত বিশেষজ্ঞদের। যতদিন না অপরিশোধিত তেলের দাম কমবে, দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হতে থাকবে বলেও জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584