ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উৎসবের মরশুমেও রক্ষা নেই। টানা পরপর ৫ দিন বাড়লো পেট্রোল ডিজেলের দাম। নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।
শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ২৯ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় ২৯ পয়সা বেড়ে পেট্রলের দাম আজ ১০৪ .৫২ টাকা ও প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ ডিজেলের দাম লিটার প্রতি ৯৫. ৫৮ টাকা। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৪.২৩ টাকা ও ডিজেলের দাম ছিল ৯৫ টাকা ২৩ পয়সা। দিল্লিতে শনিবার প্রতি লিটার পেট্রলের দাম ১০৩.৮৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৪৭ টাকা।
আরও পড়ুনঃ পুজোর পরই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের উপনির্বাচন
মুম্বইতে এদিন লিটার পিছু ২৯ পয়সা দাম বেড়ে এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৯.৮৩ টাকা, লিটার পিছু ৩৭ পয়সা বেড়ে ডিজেল ছাড়িয়েছে ১০০ টাকা। বাণিজ্য নগরীতে ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ১০০.২৯ টাকায়।
আরও পড়ুনঃ চিনে তৈরি বৈদ্যুতিক গাড়ি ভারতে বিক্রি নয়, টেসলা-কে হুঁশিয়ারি ভারতের
চেন্নাইতে ২৬ পয়সা বেড়েছে পেট্রলের দাম, সেখানে পেট্রোলের দর এখন প্রতি লিটার ১০১.২৭ টাকা এবং ৩৩ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.৯৩ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584