নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রবিবার ফের রেকর্ড ছুঁল পেট্রোল- ডিজেলের দাম। এই নিয়ে গত ১৩ দিনে ১১ বার দাম বাড়ল পেট্রোল – ডিজেলের। গত ১৩ দিনে পেট্রলের মোট দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা ও ডিজেলের মোট দাম বেড়েছে ৮টা ৩ পয়সা। রেকর্ড হারে জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত, চিন্তায় ঘুম ছুটে গিয়েছে দেশের সাধারণ মানুষের কিন্তু নির্বিকার মোদি সরকার।
রবিবার রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৩ টাকা ৪১ পয়সা আর ডিজেলের দাম বেড়ে হল ৯৩.৬৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের বর্ধিত মূল্য ১০৮টাকা ৯৬ পয়সা ও ডিজেল প্রতি লিটার ৯৯ টাকা ৪ পয়সা। বাণিজ্য নগরীতে আরও মহার্ঘ্য পেট্রল। মুম্বাইতে লিটার প্রতি পেট্রোল আজ ১১৮.৮৮ টাকা এবং এক লিটার ডিজেলের জন্য গুণতে হচ্ছে ১০২ টাকা ৬৪ পয়সা। কলকাতায় পেট্রেলের দাম লিটার প্রতি ৮৪ পয়সা বেড়ে হল ১১৩ টাকা ০৩ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা বেড়ে ৯৭ টাকা ৮২ পয়সা হল। মুল্যবৃদ্ধির যা গতি, তাতে আর কয়েকদিনেই ডিজেলের দামে সেঞ্চুরি হাঁকাবে তিলোত্তমাও।
Petrol, diesel prices hiked again by 80 paise a litre each; rates up by Rs 8 a litre in less than two weeks
— Press Trust of India (@PTI_News) April 3, 2022
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করে পেট্রোপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকেই অজুহাত ঠাউরেছেন নির্মলা সীতারমন, পাশাপাশি, রাশিয়া -ইউক্রেন যুদ্ধের অজুহাত তো রয়েছেই।
আরও পড়ুনঃ মাথায় হাত মধ্যবিত্তের, ৫ রাজ্যে ভোট মিটতেই ১২ দিনে ১০ বার বাড়লো জ্বালানীর দাম
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584