কলকাতায় পেট্রলের দাম ১০০ ছুঁই ছুঁই, বাড়ল রান্নার গ্যাসের দামও

0
31

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

তেলের দাম যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। তারপর মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বাড়ল রান্নার গ্যাসের দাম। পেট্রল আর গ্যাসের দাম শুনে চক্ষু চড়কগাছ আমজনতার। কলকাতায় আজ ৯৯ টাকা ছাড়িয়ে ১০০ ছুঁই ছুঁই পেট্রলের দর।

Petrol Diesel price hike | newsfront.co
প্রতীকী চিত্র

অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বেড়ে হল ৮৬১ টাকা। এমনিতেই বেলাগাম তেলের দরে বাজারে অগ্নিমূল্য খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। পেট্রলের দাম বাড়ায় যাতায়াতের খরচও চড়তে শুরু করেছে। এরই মধ্যে গৃহস্থের সংসার খরচ বাড়িয়ে বৃহস্পতিবার, জুলাইয়ের প্রথম দিনে ২৫.৫০ টাকা বাড়ল ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় গ্রাহকদের তা কিনতে হবে ৮৬১ টাকা খরচ করে। আজ, শুক্রবার ৪০ পয়সা বেড়েছে পেট্রলও।

আইওসি-র পাম্পে এক লিটার পেট্রলের দাম হয়েছে ৯৯.০৪ টাকা। যদিও ডিজেলের দাম একই আছে, ৯২.০৩ টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে মোট ২৫০.৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। আর ওই সময় থেকে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হল ১৫.১৭ এবং ১৬.০৪ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বৃহস্পতিবার ৮৪.৫০ টাকা বেড়ে হয়েছে ১৬২৯ টাকা।

আরও পড়ুনঃ বিল গেটসের জীবনের বহু ‘ফ্যান্টাসি’, বহু অজানা দিক নিয়ে মুখ খুললেন তাঁরই জীবনীকার জেমস ওয়ালেস

করোনা সঙ্কটের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জ্বালানির এমন বিপুল দর বৃদ্ধি নিয়ে এদিন মোদী সরকারকে বিঁধেছেন কংগ্রেস, সিপিএম-সহ বিরোধী দলের নেতারা। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা নিয়ে মাঝেমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ হয় কেন্দ্রের। এই উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গরিব গ্রাহকরা এখন সিলিন্ডার কিনবেন কী করে? এত দামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক’জন গ্রাহক সিলিন্ডার কিনতে পারবেন?

আরও পড়ুনঃ UAE Travel Ban: করোনা আবহে ভারত সহ আরও ১৩ টি দেশ লাল তালিকাভুক্ত, ২১ জুলাই পর্যন্ত বন্ধ উড়ান সংযোগও

জ্বালানির দাম নিয়ে এদিন ফের মোদী সরকারকে বিঁধেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পি চিদম্বরম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ২০১৬ সালের অগস্ট (যখন গ্যাসের দাম ছিল ৪০০ টাকার কিছু বেশি) থেকে ২০২১ এর জুলাই মাস পর্যন্ত জ্বালানির দরের ঊর্ধ্বমুখী রেখচিত্র দেখিয়ে মোদী সরকারকে কটাক্ষ করে রাহুলের টুইট, ‘‘মোদী-মায়ার এমনই প্রভাব যে শুধু মিথ্যা প্রতিশ্রুতির দর পড়ছে।’’

নভেম্বর থেকে দর বৃদ্ধি উল্লেখ করে চিদম্বরমের টুইট ‘‘মোদী আছেন, তাই সম্ভব।’’ অবিলম্বে সিলিন্ডারের বর্ধিত দর প্রত্যাহারের দাবি তুলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অভিযোগ, ‘‘আমজনতার জীবনের উপর মোদী সরকারের অপরাধমূলক আক্রমণের কোনও সীমা নেই।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here