নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের রেকর্ড জ্বালানির দামে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১-২ দিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এর আগে গত পরশু অর্থাৎ শুক্রবার বেড়েছিল পেট্রোপণ্যের দাম।
রুটিন মেনে বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ১২ পয়সা। রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ২২ পয়সা। বাণিজ্যনগর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০৩ টাকা ৩৬ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৫.৪৩ টাকা।
মূল্যবৃদ্ধি ডিজেলেও। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮২ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৭.৯৭ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। ভোপালে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬.৬৫ টাকা। চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরেই পেট্রোপণ্যের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুনঃ অক্টোবরের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনিবার্যঃ এইমস প্রধান
সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় তার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। জিনিসপত্রের দামে মাথায় হাত মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী খুচরো বাজারের বিভিন্ন পণ্যের দামও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584