মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উৎসবের মরশুমে লাগাতার বেড়েছে জ্বালানির দাম। মাঝে একদিনের বিরতি ছিল। এরপর বুধবার ফের দাম বাড়ল জ্বালানির। দেশের বিভিন্ন প্রান্তে লিটার পিছু অন্তত ৩৫ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৬ টাকা ৭৭ পয়সা। ডিজেল কিনতে হবে ৯৮ টাকা ০৩ পয়সা। ক্রমশ এই হারে ডিজেলের দাম বাড়তে থাকলে আর কয়েকদিনেই মহানগরীতে সেঞ্চুরী করে ফেলবে ডিজেল।
দেশের অন্যান্য রাজ্যেও ঊর্ধমুখী জ্বালানির দাম। বুধবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬ টাকা ১৯ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৯৪.৯২ টাকা। মুম্বইয়ে এদিন এক লিটার পেট্রোল দাম বেড়ে হয়েছে ১১২.১১ টাকা। সেরাজ্যে ডিজেলের দাম যথাক্রমে ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে লিটার পিছু পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৯৯.২৬ টাকায়।
Price of petrol & diesel in #Delhi is at Rs 106.19 per litre & Rs 94.92 per litre respectively today.
Petrol & diesel prices per litre-Rs 112.11 & Rs 102.89 in #Mumbai, Rs 106.77 & Rs 98.03 in #Kolkata; Rs 103.31 & 99.26 in Chennai respectively
(File pic) pic.twitter.com/bgRw3s0FOT
— ANI (@ANI) October 20, 2021
আরও পড়ুনঃ করোনা পরীক্ষায় জোর, চলতি বছর রাজ্যে টিকার প্রথম ডোজ শেষ করার নির্দেশ
একদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধি। অন্যদিকে,ক্রমশ বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এই দুইয়ের মাঝে পড়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে তেলের দাম। তাই স্বাভাবিকভাবেই ভারতের বাজারে তার প্রভাব পড়ছে। অগ্নিমূল্য পেট্রোল, ডিজেল। খোলাবাজারেও বেড়েছে জ্বালানির দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশছোঁয়া। যার কারণে উৎসবের মরশুমে সাধারণের মাথায় হাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584