শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। তার আগে দেশজুড়ে কিছুটা কমল পেট্রোল, ডিজেলের দাম। গত ২৫ দিন অপরিবর্তিত থাকার পর লিটারে ১৭ থেকে ২৪ পয়সা পর্যন্ত কমল পেট্রোল-ডিজেলের দাম।
আজ বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ৯১ টাকা ১৮ পয়সা। মঙ্গলবার ছিল ৯১টাকা ৩৫ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম কমেছে ১৮ পয়সা। মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ১৭ পয়সা। আজ বুধবার লিটার প্রতি দাম হয়েছে ৯০টাকা ৯৯ পয়সা। চেন্নাইয়ে ২৪ পয়সা কমে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯২ টাকা ৯৫ পয়সা।
আরও পড়ুনঃ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমন্নার নাম প্রস্তাব এস এ বোবদে-র
মুম্বইয়ে ১৭ পয়সা কমে আজ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪০ পয়সা প্রতি লিটার।ডিজেলের দাম কলকাতায় কমেছে প্রতি লিটারে ১৭ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা প্রতি লিটার। দিল্লিতেও ১৭ পয়সা কমে আজ ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩০ পয়সা। চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ২৪ পয়সা। সেখানে আজ ডিজেলের দাম ৮৬ টাকা ২৯ পয়সা প্রতি লিটার।
মুম্বইয়ে ডিজেলের দাম ১৮ পয়সা কমে আজ প্রতি লিটার ৮৮ টাকা ৪২ পয়সায় বিক্রি হচ্ছে।আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম কিছুটা কমার ফলেই আজ দেশ জুড়ে পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমল বলে জানানো হয়েছে। গত ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১০ থেকে ১৫ শতাংশ।
আরও পড়ুনঃ বিজেপি বা আরএসএস-এ করলেই মিলবে জামিন, এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ অখিল গগৈয়ের
ব্যারেল প্রতি দাম ৭১ মার্কিন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ মার্কিন ডলারে। সে কারণেই দেশের বাজারে পেট্রপণ্যের দাম কমেছে। এর আগে শুধু ফেব্রুয়ারিতেই পেট্রোল-ডিজেলের দাম ১৬ বার লাগাতার বেড়েছে।২০২১ সালে এই প্রথমবার দাম কমলেও গত বছর আজকের তারিখে পেট্রোল-ডিজেলের দাম ছিল অনেকটাই কম ।
শুধু দিল্লির নিরিখেই যদি দেখা যায়, গত বছর ২৪ মার্চ দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৬৯ টাকা ৫৯ পয়সা প্রতি লিটারে। যা আজকের তুলনায় ২১ টাকা ৪০ পয়সা কম। ডিজেল লিটার প্রতি প্রায় ১৯ টাকা কম দামে পাওয়া যেত গত বছর। উল্লেখ্য, গত বছর এই সময় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩০ মার্কিন ডলারের কম ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584