মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সেঞ্চুরী আগেই পেরিয়েছিল। শনিবার ১০১ টাকার গণ্ডিও পেরিয়ে গেল পেট্রোলের দাম। এদিন কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম হয়েছে ১০১ টাকা ১ পয়সা। লিটারপ্রতি ৩৯ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা।
একদিকে পেট্রোল এবং অন্যদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের। ইতিমধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ দেখা যাচ্ছে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পথে নেমেও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী দলকে।
কিন্তু বিরোধীদের ঘুম ভাঙলেও সরকার এখনও নিদ্রামগ্ন। জ্বালানির আকাশছোঁয়া মূল্য নিয়ন্ত্রণের কোনও পদক্ষেপই এখনও করে উঠতে পারেনি মোদী সরকার। এদিকে, রাজ্য সরকারও কর কমানোর পথে হাঁটেনি। যার ফলে নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে পেট্রল-ডিজেল।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি নাকচ কলকাতা হাইকোর্টে
কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতেও একলাফে অনেকটা বাড়ল জ্বালানির মূল্য। সেখানে লিটারপিছু পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০ টাকা ৯১ পয়সা এবং ৮৯ টাকা ৮৮ পয়সা। এদিন বাণিজ্যনগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬ টাকা ৯৩ পয়সা এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৯৭.৪৬ টাকায়। মধ্যপ্রদেশের ভোপাল শহরে পেট্রোলের দাম লিটারপিছু প্রায় ১১০ টাকা। সেখানে পেট্রল পাওয়া যাচ্ছে লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সায়। ডিজেল মিলছে ৯৮ টাকা ৬৭ পয়সা দরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584