নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। দেশের প্রায় সর্বত্রই সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দাম। পাশাপাশি কয়েক রাজ্যে ১০০ পেরিয়েছে ডিজেলের দামও। মেট্রো শহর কলকাতা থেকে দিল্লি পর্যন্ত জ্বালানির দাম ক্রমে বেড়েই চলেছে।
আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ৮৪ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৯৩ পয়সা। বাণিজ্যনগর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০২ টাকা ৮২ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪.৫৩ টাকা।
মূল্যবৃদ্ধি ডিজেলেও। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯০.৫৪ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৭.৬৯ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.৮৪ টাকা। ভোপালে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫.৭৫ টাকা।
আরও পড়ুনঃ কোভিড আবহে বাড়ল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ
দেশের একাধিক শহরেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোলের দাম। ফলে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপালে। একেই করোনায় বিপর্যস্ত সারা দেশ, কাজ হারিয়েছেন অনেকেই। তার ওপর পেট্রোপণ্যের এভাবে দাম বেড়ে চলায় মাথায় হাত সাধারণ মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584