দেশে একশো পার লিটার প্রতি পেট্রোল

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়ে ফেললো, জ্বালানির দামে আম জনতার নাভিশ্বাস দেশে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পার হয়ে গিয়েছে। রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

Petrol Price | newsfront.co
প্রতীকী চিত্র

যে হারে প্রতিদিন বাড়ছিল পেট্রোল-ডিজেলের দাম সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম যে ১০০ টাকা হবে শীঘ্রই এমন আশঙ্কা ছিলই। আর সে আশঙ্কাই সত্যি হলো, রাজস্থানে সেঞ্চুরির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললো পেট্রোলের দাম। দিল্লিতে এদিন পেট্রোল লিটার প্রতি ৯০ টাকা, মুম্বইয়ে ৯৬ টাকা আর কলকাতায় পেট্রোল ৯০.৭৮ টাকা প্রতি লিটার।

১৮ ফেব্রুয়ারি তেলের মূল্যবৃদ্ধি সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে যথাক্রমে ৩৩ ও ৩২ পয়সা করে। যার জেরে দেশে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকা ছড়িয়ে গিয়েছে। রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী এদিন সেখানে পেট্রোলের মূল্য লিটার প্রতি ১০০. ২৩ টাকা।

আরও পড়ুনঃ ‘সপ্তম বেতন কমিশন’ কার্যকর করার প্রতিশ্রুতি অমিত শাহ’র

দুই রাজ্যের কয়েকটা শহরেই নয়, সারা দেশেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। বৃহস্পতিবার নিয়ে টানা দশ দিন ক্রমান্বয়ে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। বৃহস্পতিবার বাজার খুলতেই দিল্লিতে ডিজেলের দাম লিটার পিছু ৭৯.৯৫ টাকা। কলকাতায় ৮৩.৫৪ টাকা। মুম্বইয়ে ৮৬.৯৮ টাকা।

আরও পড়ুনঃ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মানহানি মামলায় বেকসুর সাংবাদিক প্রিয়া রামানি

ভারতেই পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত। কোথায় দাম পৌঁছবে যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, জ্বালানির দাম বাড়লে বাজার দরের দৈনন্দিন খরচও নিঃশব্দে বেড়ে যায়।

পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও, এখনও শুল্ক হ্রাসের বিষয়ে কোনও চিন্তা ভাবনা করছে না কেন্দ্র, এমনটাই জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী। বাজেট অধিবেশন চলার সময় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, কেন্দ্র এখনই এক্সাইজ ডিউটি কমানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here