নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গত কয়েকদিনে লাগাতার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। শনিবার জ্বালানির দাম সর্বোচ্চ ছুঁলো। লিটারপিছু ২৫ পয়সা বেড়েছে জ্বালানির দাম। এই দামবৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটার ৮৫.৭০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার পিছু ৭৫.৮৮ টাকা। এই নিয়ে চলতি সপ্তাহে চতুর্থবার দাম বাড়ল জ্বালানির। গত সাত দিনে প্রায় এক টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।
এই দামবৃদ্ধির সঙ্গেই নিজেদের মূল্যতালিকা প্রকাশ করেছে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলো। এর আগে ৬ জানুয়ারি এই তালিকা প্রকাশ হয়েছিল। গত দু’সপ্তাহে পেট্রলে লিটার প্রতি প্রায় ২ টাকা আর ডিজেলে লিটার প্রতি প্রায় ২.০১ টাকা দাম বেড়েছে।
আরও পড়ুনঃ চাপ বাড়াচ্ছে কেন্দ্র, আরও তীব্র আন্দোলনের পথে কৃষকরা
যদিও শুল্ক ছাড়ের দাবিতে কেন্দ্রের প্রতি সরব হয়েছে রাজ্যগুলো। অঙ্গ রাজ্যগুলোতে ভ্যাট এবং স্থানীয় কর চাপিয়ে জ্বালানির দাম স্থির হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় শুল্কে ছাড় মিললে অনেক সুরাহা পাওয়া যাবে। এমনটাই মত অর্থনীতিবিদদের। যদিও এই অস্বাভাবিক দামবৃদ্ধির জন্য সৌদি আরবকে দায়ী করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
জানা গিয়েছে, সৌদি আরব জ্বালানি রফতানি বাবদ ব্যারেল পিছু কর বাড়িয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যদিও বিশ্বব্যাপী অতিমারির ভয়াবহতার সময় একদম তলানিতে ছিল জ্বালানির মূল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584