বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি ও জলপাইগুড়ি এই দুই জেলার চারটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে।ধৃতের নাম মোহাম্মদ খইরুল,মোহাম্মদ সাইফুদ্দিন,মোহাম্মদ রাজু।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে,এদিন ভোরবেলায় কুমোরটুলি থেকে ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।ধৃতের কাছ থেকে পুলিশ জানতে পারে ডাকাতি করতে যে গাড়ি তারা ব্যবহার করত সেই গাড়ি সেবক রোডের একটি গ্যারেজে রাখা আছে। এরপর পুলিশ সেখানে হানা দেয়।যদিও পুলিশের আঁচ পেয়ে আগেই সেখান থেকে চম্পট দেয় ডাকাত দলের সদস্যরা।এরপর গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় চটহাট এলাকায়।সেখান থেকে গ্রেফতার করা হয় একজনকে।এরপর ফোন আসতে থাকে ধৃতদের ফোনে।সেই ফোন নম্বর ট্র্যাক করে মাটিগাড়ার শিশুডাঙা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করে।এর পাশাপাশি ওই এলাকা থেকেই চুরির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত করা হয়। যদিও অ্যাম্বুলেন্সটি প্রথমে একটি সাধারণ গাড়ি ছিল।পরে সেটিকে অ্যাম্বুলেন্সে পরিণত করা হয়েছিল।তবে বাকিদের তল্লাশি চালাচ্ছে এনজেপি থানার পুলিশ।
আরও পড়ুন: নাটকে বক্তৃতায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার পথসভা মৌলালীতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584