তিনটি কারণে মঙ্গলবার ২৪ ঘন্টা বন্ধ থাকবে রাজ্যের কয়েক হাজার পেট্রোল পাম্প

0
85

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আগামীকাল, মঙ্গলবার ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে রাজ্যের কয়েক হাজার পেট্রোল পাম্প। রাজ্যজুড়ে পেট্রোলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আর তারই প্রতিবাদে ৩১ অগাস্ট, মঙ্গলবার সকাল ছ’টা থেকে বুধবার সকাল ছ’টা পর্যন্ত পাম্পগুলিতে পেট্রোল-ডিজেল বেচাকেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

Petrol pump | newsfront.co
প্রতীকী চিত্র

এই সংগঠনের আওতায় থাকা পেট্রোল পাম্প মালিকদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি। পাশাপাশি আরও বেশকিছু দাবি রয়েছে তাদের। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন তিন দফা দাবিতে ‘নো সেল, নো পারচেস,’ দিবস পালন করা হবে।

মূলত তিন দফা দাবি নিয়ে আগামীকাল ২৪ ঘন্টার ধর্মঘট করতে চলেছে পেট্রোল পাম্পের মালিকরা। তাঁদের প্রথম দাবি, তেল কোম্পানিগুলির দেওয়া পেট্রোলের মধ্যে ইথালনের মাত্রা বেশি থাকায় ট্যাঙ্কের মধ্যে থাকা জলের সঙ্গে পেট্রোল মিশে যাচ্ছে। সেই কারণে ক্রেতারা বারংবার অভিযোগ করছেন, পেট্রোলে জল মেশানো হচ্ছে। বর্ষায় এই সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। তাই পেট্রোলে ইথালনের মাত্রা সঠিক রাখতে হবে।

আরও পড়ুনঃ কন্যাশ্রী, রূপশ্রীর পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক সহায়তায় এগিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক

দ্বিতীয় দাবি, পেট্রোলের পরিমাপ ঠিক থাকছে না। এখন থেকে ফ্লো মিটারে পেট্রোল দিতে হবে। তাঁদের তৃতীয় দাবি, রাজ্যজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও পাম্প মালিকদের তেল বিক্রির কমিশন বাড়েনি। পেট্রোলের দাম বাড়লে কমিশনও বাড়াতে হবে। এই তিনটি কারণেই তাঁরা ২৪ ঘন্টা পাম্পে বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া

চলতি মাসের গোড়ার দিকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। সেই সময় হাওড়ার মৌড়িগ্রাম ডিপোতে একটি টেন্ডারে ট্যাঙ্কারের ভাড়া অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল ৬০টির মতো ট্যাঙ্কারও। এই ধর্মঘটের ফলে জ্বালানীতে টান পড়েছিল কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এবারে একদিনের ধর্মঘটেও যে সেই একই সমস্যা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here