হলদিয়া এসে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

0
65

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আগামী ৭ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিকে একটি জনসভার আকারে রূপ দেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

petroleum minister dharmendra pradhan | newsfront.co
ধর্মেন্দ্র প্রধান ৷ নিজস্ব চিত্র

তিনি হলদিয়ায় এসে হেলিপ্যাড মাঠে সেই সভাস্থল ঘুরে দেখলেন। সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সহ বিজেপির জেলা নেতৃত্ব।রবিবার তিনি মাঠে এসে বিভিন্ন তেল সংস্থার আধিকারিক দের সাথে কথা বলে এই নির্দেশ দেন।

visit to meeting place | newsfront.co
পরিদর্শন ৷ নিজস্ব চিত্র

হলদিয়া বন্দরের অন্তর্গত হলদিয়া হেলিপ্যাড ময়দানে মোট সাড়ে ৬ একর জায়গা জুড়ে হবে এই সভা। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকর সহ একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ মঞ্চ থাক, ঠাকুরনগরে সভা হবে! কৈলাস বিজয়বর্গীয় – শান্তনু ঠাকুরকে ফোনে জানালেন অমিত শাহ

এইদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান কিভাবে আগামী দিনে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সুবিধা পাবে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি প্রজেক্ট তৈরি করা হচ্ছে ৷ যে প্রজেক্টে আনুমানিক ২৪ হাজার কোটি টাকা খরচা হবে, এতে উপকৃত হবে বহু মানুষ ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গে ৮৮ লাখ ৫০০ হাজার মানুষ সুবিধা উপভোগ করেছে ৷ পাশাপাশি আরও যাতে সুবিধা পায় সাধারণ মানুষ তার জন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here