শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ফোনপে থেকে মোবাইল রিচার্জ করলে এবার থেকে গুনতে হবে প্রসেসিং ফি। ৫০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে লাগু হচ্ছে ‘প্রসেসিং ফি’, সংবাদসংস্থা পিটিআই সূত্র থেকে জানা গিয়েছে, প্রতি রিচার্জের জন্য এক টাকা থেকে দু’টাকা ধার্য করা হবে।
ওয়ালমার্টের গ্রুপের ডিজিটাল পেমেন্ট ফার্ম ফোনপে’র এক মুখপাত্র জানিয়েছেন, রিচার্জের ক্ষেত্রে সংস্থা ছোটো আকারে একটি পরীক্ষা চালাচ্ছে। ৫০ টাকার নীচে রিচার্জ করলে কোনও (বাড়তি) টাকা দিতে হচ্ছে না। ৫০ টাকা থেকে ১০০ টাকার পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে এক টাকা দিতে হচ্ছে। ১০০ টাকার উপরে রিচার্জের ক্ষেত্রে দু’টাকা নেওয়া হবে। অর্থাৎ সব গ্রাহকের ক্ষেত্রেই যে প্রসেসিং ফি লাগছে তা নয়।
এতদিন সব ডিজিটাল পেমেন্ট অ্যাপই বিনামূল্যে গ্রাহকদের রিচার্জের সুবিধা দিত। ফোনপে-ই প্রথম সংস্থা যারা বাড়তি টাকা নেওয়া শুরু করলো। ফোনপে’র মুখপাত্রের দাবি, তারাই একমাত্র পেমেন্ট প্ল্যাটফর্ম নয়, যা বাড়তি চার্জ নিচ্ছে। বিভিন্ন বিলিং ওয়েবসাইট ও পেমেন্ট প্ল্যাটফর্মও বাড়তি টাকা নিয়ে থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584