মুনিরুল তারেক, বাংলাদেশঃ
বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। রাজধানী ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে গতকাল সোমবার রাত ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বাংলার এই উজ্জ্বল নক্ষত্রের বয়স হয়েছিলো ৮২ বছর।
আলোকচিত্রী সাইদা খানমের জন্ম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর। ১৯৪৯ সাল থেকে মাত্র ১২ বছর বয়সে ছবি তোলা শুরু করেন তিনি। ১৯৫৬ সালে জার্মানিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোলন পুরস্কার লাভ করেন।
ক্যামেরার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে ও মহান ব্যক্তিদের ধারণ করে রেখেছেন এই নারী আলোকচিত্রী। তিনি ভারতীয় উপমহাদেশের আলোকচিত্র-আন্দোলনের অন্যতম ব্যক্তি। মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে অস্ত্র হাতে নারীদের বিরল আলোকচিত্র ধারণ করে তিনি একাত্তরের আলোকচিত্র-যুদ্ধেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। তিনি একইসঙ্গে লেখকও। তাঁর স্মৃতিকথা আমাদের জাতীয় ইতিহাসের অনন্য দলিল।
আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টির জেরে মধ্য, পশ্চিম ভারতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা, জারি সতর্কতা
তিনি আলোকচিত্র সাংবাদিকের কাজ শুরু করেন ১৯৫৬ সালে ‘বেগম’ পত্রিকার আলোকচিত্রী হিসেবে। ১৯৭৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। প্রেস ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দুটো জাপানি পত্রিকাসহ বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর তোলা আলোকচিত্র মুদ্রিত হয়েছে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল নিউজিল্যান্ডের ভোট
তাঁর ছবি নিয়মিত ছাপা হতো দৈনিক অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রী হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। তিনি বাংলা একাডেমি ও ইউএনবির আজীবন সদস্য।
এছাড়া অস্কারজয়ী সত্যজিৎ রায়ের ছবিও তোলেন সাইদা খানম। সত্যজিতের তিনটি ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৫৬ সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোলন পুরস্কার পান তিনি।
ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে তার ছবির প্রদর্শনী হয়। ১৯৬২ সালে ‘চিত্রালী’ পত্রিকার হয়ে একটি অ্যাসাইনমেন্টে গিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার ও অস্কারজয়ী সত্যজিৎ রায়ের ছবি তুলে সমাদৃত হন সাইদা খানম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584