আক্রান্ত পাইলট, মস্কোগামী বিমান ফিরল মাঝপথ থেকে

0
55

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। নেতা, মন্ত্রী থেকে শুরু করে আমজনতা কেউ বাদ পড়ছেন না করোনার কু-নজর থেকে। এবার এক পাইলটের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়ল। বন্দে ভারত মিশনে খালি বিমান নিয়ে মস্কোর উদ্দেশ্যে উড়ে যাচ্ছিলেন পাইলট। মাঝ রাস্তা যাওয়ার পর জানতে পারেন যে তিনি করোনা পজিটিভ।

Air India | newsfront.co
প্রতীকী চিত্র

নয়াদিল্লিতে ওই পাইলটের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই বিমানটিকে নয়াদিল্লি ফেরার নির্দেশ দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিমানে ক্রু সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, মস্কোতে আটকে পড়া ভারতীয় ফিরিয়ে আনতে খালি বিমানটি নিয়ে রওনা দিয়েছিলেন ওই পাইলট।

আরও পড়ুনঃ লাগাতার লকডাউন সম্ভব না, মত কেজরিওয়ালের

বেশকিছুদিন ধরেই পাইলট অসুস্থ বোধ করছিলেন। তখন করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট আসে নেগেটিভ। এরপর তিনি বিমান নিয়ে উড়ে যাওয়ার পর লালারস সংগ্রহ করে আরও একবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তখনই পজিটিভ রিপোর্ট আসে তাঁর। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে মাঝরাস্তা থেকে বিমান নিয়ে নয়াদিল্লিতে ফিরে আসেন পাইলট। এদিন ওই বিমানের পরিবর্তে অন্য একটি বিমান মস্কোতে যাবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here