
ওয়েবডেস্কঃ
আন্তর্জাতিক বিমান সংস্থা জেট এয়ারওয়েজের পাইলটরা তাদের বকেয়া বেতন মেটানোর দাবিতে ওই বিমান সংস্থার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় বিমানমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি পাঠিয়ে এই সমস্যায় হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে ।
উল্লেখ্য ,ট্রেড ইউনিয়ন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড বা ন্যাগ-এর পক্ষ থেকে ভারতীয় পাইলট দের জানানো হয়েছে “এই বিমানসংস্থাটি এখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে রয়েছে বলেই মনে হচ্ছে আমাদের। তাতে আরও ভীত হয়ে পড়ছি আমরা। এর ফলে কয়েক হাজার কর্মচারী বেকার হয়ে পড়বেন রাতারাতি। এর ফলে ভারতীয় বিমানশিল্পের চরিত্রটাই বদলে যাবে। কারণ, এত বিমান বন্ধ হয়ে হয়ে গেলে চাহিদার থেকে যোগান কম হয়ে যাওয়ায় টিকিটের দাম বেড়ে যাবে কয়েকগুণ। বিপাকে পড়বেন অসংখ্য সাধারণ মানুষ ।”
সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে খবর ,দেনার দায়ে জর্জরিত হওয়ার কারণে এই বিমান সংস্থা ইঞ্জিনিয়ার ও পাইলট ছাড়া সময়মতো সমস্ত কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ‘কেরালার মানুষ নির্লজ্জ’ মন্তব্যের জেরে শমন জারি অর্ণব গোস্বামীর
তবে জেট এয়ারওয়েজের পাইলটরা কর্তৃপক্ষের কাছে কড়া বার্তায় জানিয়েছে ৩১ শে মার্চের মধ্যে তাদের সমস্ত বকেয়া বেতন না মেটালে ১ লা এপ্রিল থেকে তারা কাজে ইস্তফা দেবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584