ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
শেষ পর্যন্ত বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জেএনইউ ছাত্রী তথা সমাজকর্মী নাতাশা নারওয়াল। দিল্লি উচ্চ আদালতের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও অনুপ জে ভাম্ভানি’র ডিভিশন বেঞ্চ ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালকে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে।
উল্লেখ্য গতকাল সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নাতাশা নারওয়ালের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে শেষ কৃত্য করার কেউ না থাকায় আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
আরও পড়ুনঃ সল্টলেকের পর এবার নেতাজি ইন্ডোরে গড়ে তোলা হল সেফ হোম
গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে দিল্লি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584