ফের গোলাপি টেস্ট ইডেনে! এবার প্রতিপক্ষ ইংল্যান্ড

0
70

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ভারতের প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে করে সারা ফেলে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারতের মাটিতে দ্বিতীয় গোলাপি টেস্টও হতে পারে ক্রিকেটের নন্দন কাননে। এমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Pink Test | newsfront.co

তবে এবার আর প্রতিপক্ষ দুর্বল বাংলাদেশ নয় আসছে ইংল্যান্ড। করোনা পরবর্তী সময়ে আগামী ফেব্রুয়ারীতে ইংল্যান্ড সিরিজ ইডেনে হবে এই টেস্ট।

আরও পড়ুনঃ কেকেআর-হায়দ্রাবাদ ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে আম্পায়ার

এদিন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয় ভার্চুয়াল ভাবে। সেখানে আলোচনা হয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহর কলকাতা ও বোর্ড সচিব জয় শাহর শহর আহমেদাবাদে জৈব-সুরক্ষা বলয় তৈরি করে পিংক টেস্টের আয়োজন করা হতে পারে।

আরও পড়ুনঃ ডার্বি দিয়ে শুরু হতে পারে আইএসএল

বিসিসিআইয়ের তরফে এক সিনিয়র আধিকারিক জানান, আগামী বছর দেশের মোট তিনটি স্টেডিয়ামে বায়ো-বাবল বানিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ হবে। সঠিক সময়ে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে। তবে ইংল্যান্ড ভারত সফরে আসছেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here