নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
১০০ দিনের কাজ করতে গিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল পাইপগান। ১০০ দিনের কাজে খালের মাটি কাটার কাজ করতে গিয়ে উদ্ধার হল একটি পাইপগান। সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে।
পাইপগান উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে শুরু হয়েছে মাটি কাটার কাজ। আজ শ্রমিকেরা মাটি কাটার কাজ করার সময় দেখতে পায় একটি পাইপগান।
আরও পড়ুনঃ পক্ষপাতিত্বের অভিযোগ ভগবানগোলা থানার পুলিশের বিরুদ্ধে
ঘটনায় ছুটে আসে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ এসে পাইপগান উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই পাইপগানটি মাটির তলায় পুঁতে রেখেছিল তার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584