বদলা চান ত্বহা সিদ্দিকী

0
220

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ধর্মগত বা আদর্শগত বিভেদ যাই থাক, দেশে একতার বিষয়ে যে তাঁরা সবাই এককাট্টা, তা ফের বুঝিয়ে দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, চিন-পাকিস্তান-আমেরিকা বুঝি না,ভারতবর্ষে যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে, এমনটাই মন্তব্য করলেন ফুরফুরা দরবার শরিফের মুখ্য নির্দেশক।

Pirjada Taha Siddiqui | newsfront.co
ত্বহা সিদ্দিকী। ফাইল চিত্র

চিন যেভাবে ভারতীয় সেনাদের আঘাত করেছে এবং তাঁদের আক্রমণে যেভাবে ভারতীয় সেনাদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাতে ক্ষুব্ধ ত্বহা সিদ্দিকী ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
তিনি নিহত জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বলেন, ‘লড়াইয়ে সাধারণ মানুষের প্রয়োজন পড়লে ভারতের সেনাদের সঙ্গে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু যেভাবে আমাদের বীরদের জীবন দিতে হয়েছে তাতে আমি মর্মাহত, এটা বেদনাদায়ক ঘটনা।’

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে বড় বাজার, পোস্তা মার্কেট থেকে গোডাউন সরানোর প্রস্তাব ফিরহাদের

আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি, যেসব সেনা চিনের হামলায় দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও একজনকে চাকরি দিক কেন্দ্রীয় সরকার। যে সেনাদের জন্য ভারতের ১৩২ কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারি, যারা শীতে, বর্ষায়, গরমে আমাদের জন্য কষ্ট করে তাদের জন্য আমাদের ত্যাগ দরকার। সেনাদের জন্য এবং সেনাদের পরিবারের বিষয়ে আমাদের ভাবতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এই নিয়ে আর্জি জানাচ্ছি

আরও পড়ুনঃ দিলীপের জবাবে বিস্ফোরক ফিরহাদ

ত্বহা সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দেন, ‘এই দেশের এক ইঞ্চি জমি কাউকে নিতে দেওয়া হবে না। আমি চিন বুঝি না, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝিলনা, যে ভারতের ওপর হামলা করবে, এদেশের জমি কেড়ে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন পড়লে ভারতীয় সেনারা চাইলে আমরাও সঙ্গে থাকবো।

দেশের প্রশ্নে কোনও রাজনীতি চলবে না। আগে দেশ,পরে রাজনীতি। আমাদের এতগুলো সেনাকে কেন প্রাণ দিতে হল, কেন সীমান্ত নিয়ে চিন উত্তেজনা ছড়াচ্ছে, কেন্দ্রীয় সরকার জবাব নিক।’ আরও সুর চড়িয়ে তিনি বলেন, ‘ভারতের শত্রুদের জেনে রাখা উচিত, আমরা কারও চোখ রাঙানিকে ভয় পায়না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো, চিনের বিষয়টি নিয়ে পদক্ষেপ নিন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here