ভারতীয় বংশোদ্ভূত পিচ কিউরেটরের রহস্য মৃত্যু আবুধাবিতে

0
63

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

রবিবার নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে রহস্যজনক মৃত্যু হল আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড-এর প্রধান মোহন সিংয়ের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে ক্রিকেটমহলে।যদিও ভারতীয় বংশোদ্ভূত পিচ কিউরেটরের মৃত্যু সম্পর্কে আবুধাবি পুলিশ কোনো কিছু জানাতে পারেননি।

Mohan Singh
মোহন সিং

উল্লেখ্য, মোহন সিং দীর্ঘদিন ধরে মোহালি ক্রিকেট গ্রাউন্ড-এর প্রধান পিচ কিউরেটর দলজিৎ সিংয়ের সহকারী হিসাবে কাজ করেছেন। এরপর অভিজ্ঞতা নিয়ে গত ২০০৪ সালে সংযুক্ত আমিরশাহী চলে আসেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রধান পিচ কিউরেটরের ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ আবুধাবি ক্রিকেট প্রশাসন। একদা তাঁর গুরু দলজিৎ সিং বলেন, খুবই পরিশ্রমি ছেলে ছিল মোহন সিং, যখন দেশে ফিরতেন দেখা করতেন তিনি।

আরও পড়ুনঃ আফগানদের হারে বিশ্বকাপ অভিযান শেষ কোহলিদের

মোহন সিংয়ের এই অকাল প্রয়াণে বাকরুদ্ধ তার পরিবারের সদস্য, বন্ধু এবং তার অনুগামীরা। আইসিসি সমবেদনায় তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে। আবুধাবি পুলিশ মোহন সিং-এর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here