কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
রবিবার নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে রহস্যজনক মৃত্যু হল আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড-এর প্রধান মোহন সিংয়ের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে ক্রিকেটমহলে।যদিও ভারতীয় বংশোদ্ভূত পিচ কিউরেটরের মৃত্যু সম্পর্কে আবুধাবি পুলিশ কোনো কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, মোহন সিং দীর্ঘদিন ধরে মোহালি ক্রিকেট গ্রাউন্ড-এর প্রধান পিচ কিউরেটর দলজিৎ সিংয়ের সহকারী হিসাবে কাজ করেছেন। এরপর অভিজ্ঞতা নিয়ে গত ২০০৪ সালে সংযুক্ত আমিরশাহী চলে আসেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রধান পিচ কিউরেটরের ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ আবুধাবি ক্রিকেট প্রশাসন। একদা তাঁর গুরু দলজিৎ সিং বলেন, খুবই পরিশ্রমি ছেলে ছিল মোহন সিং, যখন দেশে ফিরতেন দেখা করতেন তিনি।
The ICC and Abu Dhabi Cricket send their condolences to Mohan Singh's family.https://t.co/13RKNXtWlO
— ICC (@ICC) November 7, 2021
আরও পড়ুনঃ আফগানদের হারে বিশ্বকাপ অভিযান শেষ কোহলিদের
মোহন সিংয়ের এই অকাল প্রয়াণে বাকরুদ্ধ তার পরিবারের সদস্য, বন্ধু এবং তার অনুগামীরা। আইসিসি সমবেদনায় তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে। আবুধাবি পুলিশ মোহন সিং-এর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584