জল্পনার অবসান, রাজ্যসভার দলনেতা নির্বাচিত হলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

0
65

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ জল্পনার অবসান ঘটল আজ। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই বুধবার রাজ্যসভার দলনেতা নির্বাচিত হলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সম্প্রতি মন্ত্রিসভার রদবদলের পরই এই পদে প্রাক্তন রেলমন্ত্রীর নাম থাকতে পারে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। এই নায়ে জল্পনাও শুরু হয়। শেষপর্যন্ত পীযুষ গোয়েলের নামেই ছাড়পত্র দিল বিজেপি।

Piyush Goyal
পীযূষ গোয়েল।ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার রদবদলের আগেই পদত্যাগ করেছেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন দলনেতা থাওয়ারচন্দ গেহলট। তারপর তাঁকে রাজ্যসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্ণাটকের রাজ্যপাল পদে পুনর্বাসন দেওয়া হয়েছে। গত ১১ জুলাই সেরাজ্যের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন থাওয়ারচন্দ।

সংসদের উচ্চকক্ষে বিজেপির নেতা হিসেবে তিনজনের নাম ভেসে আসছিল। এক পীযূষ গোয়েল, দুই নির্মলা সীতারমণ এবং তিন ভুপেন্দ্র যাদব। এদের মধ্যে ভুপেন্দ্র সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসেছেন। তবে রাজ্যসভার দলনেতা পদে শুরু থেকেই বিজেপির প্রথম পছন্দ ছিলেন পীযূষ গোয়েল। রাজ্যসভার অভিজ্ঞ নেতা হওয়ার পাশাপাশি বিজেপির উপনেতা পদে ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। স্বাভাবিকভাবেই দলনেতার পদে তাঁর দাবিই ছিল সবচেয়ে জোরাল। তাছাড়া সদ্য রেলমন্ত্রক খুইয়েছেন গোয়েল। তাঁর মনোবল চাঙ্গা করতে এই পদ তাঁকে দেওয়া জরুরি ছিল বলে মনে করেছে পদ্ম শিবির।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ১১% শতাংশ, মিটিয়ে দেওয়ার ঘোষণা কেন্দ্রের

অন্যদিকে,  বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল জাতীয় কংগ্রেসের। যেখানে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বদলি হিসাবে অন্য কারণ নাম ঘোষণা করা হতে পারে বলেও জানা গিয়েছে। আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। তাই দুই ক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিধানসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ভরাডুবির পর থেকেই অধীর রঞ্জন চৌধুরীকে বড় কোন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলায় শুভেন্দু সহ নির্বাচনী আধিকারিকদের নোটিশ হাইকোর্টের, সংরক্ষণ করতে হবে নথিও

বর্তমানে অধীর যেমন একদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা তেমনি অন্যদিকে বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাই এই দুই দায়িত্বের মধ্যে থেকে যে কোন একটি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে।কংগ্রেস সূত্রে খবর, লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে বেছে নেওয়া হতে পারে রাহুল গান্ধীর নাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here