নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কৃষক বিদ্রোহের পারদ ক্রমশ চড়ছে, এমন পরিস্থিতিতে পুরানো পথে হেঁটে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মন্তব্য, “এটা আর কৃষক বিক্ষোভ নেই, এতে বামপন্থী ও মাওবাদীর সব ঢুকে পড়েছে।” তবে, এর বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, কৃষক বিক্ষোভে নামমাত্র কৃষক রয়েছে। এতে বামপন্থী ও মাওবাদীরা ঢুকে পড়েছে। গত ২ দিন ধরে দেখা যাচ্ছে, যাঁরা দেশ বিরোধী ও অনৈতিক কার্যকলাপে বন্দি, তাঁদের মুক্তির দাবি তোলা হচ্ছে।
আরও পড়ুনঃ কৃষকদের সাহায্য করতে সরকার দায়বদ্ধ, শনিবার বার্তা মোদীর
তিন কৃষি আইন প্রসঙ্গে গোয়েল বলেন, “এই আইনের ফলে দেশের প্রায় ১০০ মিলিয়ন কৃষক উপকৃত হবেন।”কৃষকদের আশ্বস্ত করতে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের সাহায্য করতে তাঁর সরকার বদ্ধপরিকর, শনিবার এমন বার্তাই দিলেন মোদী।
আরও পড়ুনঃ জিও সিমকার্ড বয়কটের আহ্বান আন্দোলনরত কৃষকদের
একাধিক আলোচনাতেও জট কাটছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও কোনো রফা সূত্র আসেনি। তারপরই লিখিত আকারে কৃষকদের খসড়া প্রস্তাব পাঠায় সরকার। যা তৎক্ষণাৎ খারিজ করে দেন কৃষকরা। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584