নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোমবার পীযুষ গোয়েল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নেই দেশে, যথেষ্ট পরিমাণ অক্সিজেন মজুত আছে দেশে আপাতত শুধু তা রাজ্যগুলিতে পৌঁছে দেওয়ার সমস্যা রয়েছে তবে দ্রুত তা কাটিয়ে ওঠা যাবে।
মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যেসব জায়গায় সবথেকে বেশি অক্সিজেনের চাহিদা সেখানে আগে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।অক্সিজেন ও রেমডিসিভির -এর নিয়ন্ত্রিত ব্যবহারের কথাও এদিন আবার বলেন গোয়েল। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিদেশ থেকে অক্সিজেন ট্যাংকার আনানো হচ্ছে।
আরও পড়ুনঃ ভারতকে কোভিডের এই বিপর্যয়ে ঠেলে দিয়েছেন মোদি, এমনটাই লিখেছে ‘দ্য অস্ট্রেলিয়ান’
অক্সিজেন ট্যাংকার অক্ষত অবস্থায় নিয়ে আসাও একটা বড় চ্যালেঞ্জ।স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে জেলাভিত্তিক কন্টেনমেন্ট ফ্রেমওয়ার্কের সূক্ষ্ম এবং যথাযথ কাজ শুরু করতে যাতে সংক্রমণের চেন নষ্ট করার কাজ সহজ হয়।
একই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর জেলা প্রশাসনকে যথেষ্ট তৎপরতার সঙ্গে বিধিনিষেধ জারি করারও নির্দেশ দিয়েছে। পাশাপাশি দ্রুত টিকাকরণে জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,৫২,৯৯১ জন, মৃত্যু হয়েছে ২৮১২ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584