‘আচ্ছা প্লেস হ্যায়,কই বাত নেহি,’ শান্তি রক্ষার দায়িত্বে আসা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অভিমত

0
228

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

ভোট ভোট ভোট এবার তা চলে এলো বুথে বুথে।বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ কো -অপারেটিভ স্টোরের দুটি ভোট কেন্দ্রের জন্য মেঘালয়ের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের সামনে সশস্ত্র অবস্থায় পাহারারত অবস্থায় দেখে কাছে গেলাম।

Place is good opinion of central forces
নিজস্ব চিত্র

আপ কাহাসে আয়ে হ্যায় বলতেই বললেন মেঘালয় শিলং থেকে আমরা এখানে এসেছি।

আরও পড়ুনঃ ‘ইস বার ইলেকশন ভি গরম হে,অর উসসে ভি গারাম হে ধুপ’ দায়িত্ব পালনে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

কেন্দ্রীয় বাহিনীর দুই জোয়ান এফ মিন এবং এস এস সর্দার বললেন আচ্ছা প্লেস হ্যায়,কই বাত নেহি।যদিও ভোট কর্মীরা তারা বুথের ভেতরে ছিলেন।কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তি প্রিয় এলাকা।আগামী কাল সাত সকালে ভোট দেবার জন্য সবাই মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here