নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
৩৫০ টি চারাগাছ বিতরণ হল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের ছাত্রীদের মধ্যে।এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের অনুষ্ঠিত হল চারাগাছ বিতরণ কর্মসূচী।

শনিবার সংস্থাটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে কিছু চারাগাছ রোপণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীদের মধ্যে ৩৫০ টি আকাশমণি, কৃষ্ণচূড়া,মেহগিনি,শাল,সেগুন, দেবদারু, আমলকী চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ,হাওড়া জেলার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মনোমোহন ভট্টাচার্য, সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপাত্র, দিশারী ফাউন্ডেশনের কর্ণাধার সেক ইসমাইল সহ সংস্থার অন্যান্য সদস্যরা, ছিলেন মেদিনীপুরের অন্যান্য সমমনোভাবাপন্ন সংস্থার তরফে বিশ্বনাথ দিকপতি,ওয়াসিম আহমেদ, আগন্তুক ঘোড়াই প্রমুখ।কর্মসূচির শেষলগ্নে উপস্থিত হয়ে দিরাশীর সদস্যদের উৎসাহিত করেন শুভানুধ্যায়ী পরিবেশপ্রেমী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। বিদ্যালয়ের জগদীশচন্দ্র দাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে চারাগাছ বিতরণ করা ছাড়াও ছাত্রীদের মধ্যে পরিবেশে সচেতনতা বৃদ্ধি বার্তা দেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও অতিথিরা।

আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচীর ভূয়সী প্রশংসা করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন এই ধরনের কর্মসূচি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে উৎসাহ সঞ্চার করবে। তিনি বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং জলসংকট ও জলসংরক্ষণ বিষয়ে ছাত্রীদের সচেতন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584