শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রথম থেকে প্লাজমা থেরাপিই কোভিড রোগীদের সুস্থ করার জন্য সবচেয়ে কাজে এসেছে, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। তাই করোনাজয়ীদের প্লাজমা সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। সিদ্ধান্ত হয়েছে, আগের মত শুধুমাত্র অল্পস্বল্প নয়, বরং রাজ্যের ২০ টি বড় ব্লাড ব্যাঙ্কে পৃথক ‘প্লাজমা ব্যাঙ্ক’ তৈরি করে করোনা জয়ীদের প্লাজমা সংগ্রহ করে রাখা হবে।
সেই কারণে এবার রাজ্য জুড়ে করোনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের ২০টি বড় সরকারি ব্লাড ব্যাঙ্কেই পৃথক সেকশনে হবে প্লাজমা ব্যাঙ্ক, যেখানে শুধু মাত্র করোনাজয়ীদের প্লাজমা সংগৃহীত থাকবে। এই প্লাজমা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বা সরকার অধিগৃহীত কোভিড হাসপাতালের রোগীদের দেওয়া হবে।
তবে সাধারণ মানুষের প্লাজমা সংগ্রহের মত চাইলেই করোনাজয়ীদের প্লাজমা সংগ্রহ করা যাবে না, অবশ্যই মানতে হবে বিশেষ কিছু নিয়ম। করোনায় আক্রান্ত হওয়ার ২৮ দিন পর থেকে ৪ মাসের মধ্যে রক্তদান করলে সেখান থেকে প্লাজমা নিষ্কাশন করে নেওয়া হবে। তবে পুরো বিষয়টিই করোনাজয়ীকে জানিয়ে করতে হবে।
আরও পড়ুনঃ ২০২১ জানুয়ারিতেই পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিনঃ নাইসেড অধিকর্তা
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতা ও লাগোয়া ৫ টি ব্লাড ব্যাঙ্ক (মানিকতলা, পিজি, আরজিকর, ন্যাশনাল এবং কামারহাটি মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক) সহ ২০টি জায়গায় হচ্ছে করোনাজয়ী প্লাজমা ব্যাঙ্ক। ইতিমধ্যে করোনা জয়ীদের প্লাজমা দানের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম তৈরি করেছে স্বাস্থ্য দফতর। করোনাজয়ীদের লিখিত সম্মতির পরেই রক্ত সংগ্রহ ও প্লাজমা নিষ্কাশন করা হবে। আর করোনা জয়ীদের ছুটি দেওয়ার সময়েই হাসপাতালগুলি প্লাজমা দান সম্পর্কে তাঁদের জানিয়ে দেবে।
আরও পড়ুনঃ চিকিৎসা মিললেও প্রতিবেশী রাজ্যের কোভিড কেস কাউন্ট হবে নাঃ মুখ্যমন্ত্রী
রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্লাজমা দান সংক্রান্ত পোর্টালের তথ্য থেকে ব্লাড ব্যাঙ্কগুলি সম্ভাব্য প্লাজমা দাতাদের চিহ্নিত করে প্লাজমা দানের জন্য যোগাযোগ করবে। কেউ দিতে না চাইলে তার ওপর জোর খাটানো যাবে না। ৩৫০ এমএল বা ৪৫০ এমএল-এর ব্লাডব্যাগে রক্ত সংগ্রহ করতে হবে।
প্রথম ক্ষেত্রে দানের জন্য দাতার ওজন ন্যূনতম ৪৫ কেজি বা তার বেশি হতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ওজন হতে হবে ন্যূনতম ৬০ কেজি হতে হবে। এই সমস্ত নিয়ম না মেনে রক্ত সংগ্রহ করলে সেই রক্তদান বাতিল বলে গণ্য হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584