ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
প্লাজমা থেরাপি করোনা চিকিৎসায় কোনো অনুমোদিত পদ্ধতি নয় এমনটা জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
প্লাজমা থেরাপি নিয়ে যখন আলোচনা সর্বত্র সে সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান,”আমি আজ প্লাজমা থেরাপি নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে। আইসিএমআর অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে, প্লাজমা থেরাপি-সহ আপাতত করোনা চিকিৎসার জন্য কোনও অনুমোদিত পদ্ধতি নেই। আমি আবার বলতে চাই, কোভিড-১৯-এর জন্য দেশ কেন, সারা বিশ্বে কোনও অনুমোদিত (চিকিৎসা) পদ্ধতি নেই। প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা চলছে। তবে আপাতত চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহারের কোনও প্রমাণ নেই। ইউএসএফডি এটিকে গবেষণামূলক থেরাপি হিসেবেই দেখছে।’
Plasma therapy isn't a proven therapy. It's still in experimental stage, right now ICMR is doing it as an experiment to identify&do additional understanding of this therapy. Till it's approved no one should use it,it'll be harmful to patient&illegal: Lav Aggarwal, Health Ministry pic.twitter.com/MFjgpWyb25
— ANI (@ANI) April 28, 2020
উল্লেখ্য, ইতোমধ্যে দেশের বেশ কিছু করোনা রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপির প্রয়োগে ইতিবাচক ফল মিলেছে । তাই প্লাজমা থেরাপি নিয়ে যখন আসা দেখছে চিকিৎসকদের একাংশ তখন আজ মঙ্গলবার প্লাজমা থেরাপি এখনো গবেষণার আওতায় আছে এ বিষয়ে স্মরণ করিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্লাজমা থেরাপি নিয়ে মন্তব্য জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584