বেলেঘাটা আইডিতে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি

0
113

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা থেকে সুস্থ করার চেষ্টায় প্রাথমিক ভাবে হাইড্রোক্লোরোকুইন সাড়া দিলেও সকলের ক্ষেত্রে তা কাজে দিচ্ছে না। তাই এবার বিকল্প ‘প্লাজমা থেরাপি’ চালু করতে চলেছেন চিকিৎসকরা।

Plasma therapy | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, চলতি মাসেই বেলেঘাটা আইডি হাসপাতালে শুরু হয়ে যাবে প্লাজমা থেরাপির ‘ট্রায়াল রান।’প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাস থেকেই চিন সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘প্লাজমা থেরাপি’ চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ নববর্ষের দিনেও খাঁচায় বন্দি বাঙালী

এক্ষেত্রে আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের রক্তের উপাদান এখনও করোনায় আক্রান্ত মানুষের শরীরে প্রবেশ করালে করোনাজয়ীর শরীরের অ্যান্টিবডি আক্রান্ত মানুষগুলিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। অনেক দেশেই এর সুফল পাওয়া গিয়েছে বলে দাবি চিকিৎসকদের।

এ রাজ্যেও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দুই চিকিৎসক ডা. বিভূতি সাহা ও ডা. যোগীরাজ রায় এবং আইসিএমআরের ডা. দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই থেরাপি চলবে বলে জানিয়েছেন রাজ্যের করোনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ডা. অভিজিৎ চৌধুরী।

তিনিই প্রথম করোনা চিকিৎসায় এই ‘কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি’র পক্ষে সওয়াল করেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সঙ্কেত দেন। প্রাথমিক ভাবে ৮০ জন রোগীর ওপরে দু’ভাগে এই পরীক্ষা চালানো হতে পারে।

প্রসঙ্গত, প্লাজমা দেওয়ার জন্য করোনা আক্রান্ত থেকে সুস্থ ব্যক্তিরা রাজি থাকলেও তাতেও তিনটি অনুমোদন লাগবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রথমে প্লাজমা থেরাপি নিয়ে ট্রায়ালের অনুমতি চেয়ে প্রস্তাব জমা পড়বে আইসিএমআরের এথিক্যাল কমিটিতে। তারা ছাড়পত্র দিলে প্রস্তাবপত্র যাবে বিজ্ঞান ও গবেষণা সংক্রান্ত দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিএমআরে। চূড়ান্ত অনুমোদন দেবে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)।

এই ধরনের অনুমতি পেতে সময় লাগে। কিন্তু এক্ষেত্রে জরুরি ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে। সেক্ষেত্রে দু’তিন সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে প্লাজমা থেরাপি। পাশাপাশি করোনার প্রচলিত উপসর্গ ভিত্তিক চিকিৎসাও জারি থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here