শিয়রে ভোট, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণ স্থগিত

0
49

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

দেশে চলতে থাকা অর্থনৈতিক দুরবস্থার কথা মাথায় রেখে আপাতত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ না করার পরিকল্পনা করছে কেন্দ্র। এর পরিবর্তে single-use প্লাস্টিক ব্যবহারকারী সংস্থা বা গ্রাহকদের সামান্য জরিমানা করে ছেড়ে দেওয়ার কথা বলছে কেন্দ্র ।

ছবিঃ দি হিন্দু

যদিও পূর্বে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারন সভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশ দূষণ মুক্ত করার লক্ষ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। সামনে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি তথা কেন্দ্রের এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ থেকে সবুজায়নের বার্তা দিচ্ছে গিধনী পূর্বাশার পুজো কমিটি

উল্লেখ্য, গোটা দেশজুড়ে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে ধস নেমেছে। এই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করলে কাজ হারাতে পারে বহু মানুষ, বন্ধ হয়ে যেতে পারে অনেক সংস্থা। ফলে এর প্রভাব ভোটের উপরে পড়তে পারে বলে আশঙ্কা বিজেপির। আর সেই আশঙ্কা থেকে আপাতত তাদের পূর্ব ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সামান্য জরিমানা করার নিদান দিচ্ছে কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here