নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দিন কয়েক আগেই ঘটা করে দিঘা উন্নয়ন পর্ষদ ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ঘোষণা করেছিল দিঘায় নিষিদ্ধ ঘোষণা হয়েছে প্লাস্টিকের ব্যবহার। কেউ নির্দেশ অমান্য করলেই দিতে হবে জরিমানা।
এরপর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস নিজেই দিঘার বাজারে ঘুরে ঘুরে এই বার্তা প্রচার করেছেন। কিন্তু সে সবই যে আসলে কথার কথা তা পরিষ্কার হয়ে গেল মুখ্যমন্ত্রীর সফরকালেই।
সোমবার বিকেলে দিঘায় এসেছেন মুখ্যমন্ত্রী। আর এদিনই ওল্ড দিঘা সমূদ্র সৈকতে গিয়ে প্রত্যক্ষ করা গেল করুন চিত্র। সৈকতের সর্বত্র দেখা মিলল প্রচুর পরিমানে প্লাস্টিক ব্যাগের। বাতাসে উড়তে থাকা, ব্যাগগুলি সরানোর বা পর্যটকদের মধ্যে সচেতনতা গড়ার কোনও ব্যবস্থাই নজরে এল না।
আরও পড়ুনঃ ভোররাতে সব চোখ এড়িয়ে সমুদ্র সৈকতে মমতা
মুখ্যমন্ত্রী থাকাকালীন সমুদ্র পাড়ের স্বচ্ছতার যদি এই বেহাল চিত্র দেখা যায় তাহলে বছরভর দিঘার চিত্র কেমন থাকে তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠবেই।
পাশাপাশি দিঘাকে প্লাস্টিক মুক্ত শহর গড়ার প্রয়াস যে কেবল প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে তা ঘটনাস্থলে গেলেই পরিষ্কার হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584