দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান

0
490

মনিরুল হক,কোচবিহারঃ

platinum jubilee of sonidevi Jain high school 2
নিজস্ব চিত্র

প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠান শুরু হলো দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার এই সমাপ্তি অনুষ্ঠানে অংশ হিসেবে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।এদিনের এই পুনর্মিলন উৎসব শুরু হওয়ার আগে স্কুলের ৭৫ তম বর্ষকে সামনে রেখেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

platinum jubilee of sonidevi Jain high school
নিজস্ব চিত্র

ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ প্রতিম রায়,দিনহাটার বিধায়ক উদয়ন গুহ,দিনহাটা পৌরসভার কাউন্সিলর তথা এই উৎসব কমিটির সভাপতি অসীম নন্দী, স্কুলের প্রধান শিক্ষক গঙ্গাধর রায় সহ আরও অনেকে।এদিনের ওই শোভা যাত্রা শুরুর আগে স্কুলের পতাকা উত্তোলন করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং সোনি দেবি জৈনের আবক্ষ মূর্তি পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ পার্থ প্রতিম রায়। এদিন ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ শিক্ষা ক্ষেত্রে দিনহাটার এই স্কুলের ভূমিকার কথা তুলে ধরেন সকলের মাঝে।এছাড়াও এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, দিনহাটার এই স্কুল থেকে বহু ছাত্র ছাত্রী পড়াশোনা করে তারা আজ অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। আগামীদিনেও স্কুল শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ শীতলখুচি থানায় পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান আগামী দুই দিন ধরে চলবে। এদিন সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক মঞ্চ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।এদিনই নয় আগামী দুদিন স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জুবিলী সমাপ্তি উৎযাপন করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here