নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
স্কুল ফুটবল প্রতিযোগিতা চলাকালীন খেলার মাঠে চোট পেয়ে মৃত্যু হলো এক প্রতিভাবান ফুটবলারের।মৃতের নাম অভিজিৎ দে (১৭) সে বাঁকুড়ার জয়পুর ব্লকের আশুরালি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।
খবরে প্রকাশ,সোমবার জয়পুর হাই স্কুল মাঠে আশুরালি হাই স্কুলের সঙ্গে মাগুরা হাই স্কুলে ফুটবল প্রতিযোগীতা চুড়ান্ত পর্বের খেলা ছিল।

খেলা চলাকালীন গোলকিপারের দায়িত্বে থাকা ঐ ছাত্র ফুটবলার অভিজিৎ দে গুরুতর চোট পায়।উপস্থিত খেলা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও আয়োজকরা তাকে দ্রুততার সঙ্গে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে তাকে সেখান থেকে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ও রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানে চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় জয়পুর ব্লক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকায় ‘ভালো ছেলে’ এবং যথেষ্ট মেধাবী হিসেবে পরিচিত অভিজিৎ দে ছোটো থেকেই ভালো ফুটবল খেলত।
আরও পড়ুনঃ কৃষিজমির কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু
আশুরাল হাই স্কুলের ফুটবলের সদস্য ও ঘটনার সময় ফুটবল মাঠে উপস্থিত রাহুল মণ্ডল বলেন, খেলার চলাকালিন প্রতিপক্ষ দল কর্ণারে গোল মারে।গোলকিপারের দায়িত্বে থাকা তাদের দলের অভিজিৎ সেই বল ধরে ফেলে।প্রতিপক্ষ দলের আঘাতের জেরেই তার ‘প্রিয় বন্ধু’র মৃত্যু হয়েছে বলেই সে দাবী করে।

ঘটনার সময় খেলার মাঠে উপস্থিত সব্যসাচী খাঁ বলেন ,”দ্বিতীয়ার্ধে খেলাচলাকালীন বিপক্ষের স্ট্রাইকারের সাথে আমাদের গোলকিপার অভিজিৎ দে’র মুখোমুখি সংঘর্ষ হয়।তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।আমরা সঙ্গে সঙ্গেই তাকে ওখান থেকে হাসপাতালে নিয়ে যাই।”
প্রতিবেশী লায়লা বিবি বলেন, খুব শান্ত স্বভাবের ছেলে ছিল।এই ধরণের ঘটনা কোন দিন ঘটবে ভাবতেই পারিনি।মৃত ফুটবলারের কাকা রাজু দে বলেন,”দাদা রাজমিস্ত্রীর কাজ করায় সে ঐ সময় বাড়িতে ছিল না।
আমরা বিকেলে ঘটনার খবর পাই ও তৎক্ষণাৎ তাকে জানাই।” বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584