নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মহামারি করোনার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর বাতিল হল ঐতিহ্যবাহী উইম্বডন। তবে খেলা না হলেও প্লেয়ারদের কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না। টুর্নামেন্টের খরচ ও পুরস্কার মুল্য অর্থ ভাগ করে দেওয়া হবে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে।
যেখানে সব কোটি টাকার টুর্নামেন্টে বাতিল হওয়াতে উদ্যোক্তারা ক্ষতির মুখ দেখেছে সেখানে বিমা থাকাতে বেঁচে যাচ্ছে উইম্বডন। না হলেও বিমা কমিটি সঙ্গে কথা বলে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার ৬২০ জন টেনিস তারকার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ২৫৬ জনকে ৩১ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুনঃ আইএসএল ডার্বির জন্য মুখিয়ে ব্যারেটো
যোগ্যতা পর্বে যাওয়া বাকি ২২৪ জনকে ১৫ হাজার ৬০০, ডাবলসে অংশ নেওয়ার কথা থাকা ১২০ জনকে দেওয়া হবে ৭ হাজার ৮০০ মার্কিন ডলার। টুর্নামেন্টে কমিটি খুশি প্লেয়াররা টাকা পাওয়ায়। উইম্বডন চোখে আঙ্গুল দিয়ে প্রমান করল ইচ্ছে থাকলে উপায় হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584