পিএম কেয়ার্স তহবিলকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনার দাবিতে মামলা

0
67

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

গ্রাফিক্স চিত্র (ছবি সংগৃহীত)

স্বচ্ছতার জন্য পিএম কেয়ার্স তহবিলকে তথ্য জানার অধিকার আইনের(আরটিআই- রাইট টু ইনফরমেশন) আওতায় আনার দাবিতে মামলা দায়ের করা হল দিল্লি হাইকোর্টে।

আবেদনকারী সুরেন্দর সিংহ হুদা সাম্প্রতিক আরটিআই কর্মী হর্ষ কুন্দাকার্নির করা আরটিআইয়ের উদাহরণ তুলে ধরেন আবেদনে।

হর্ষ কুন্দাকার্নির করা আরটিআইয়ের জবাবে পিএমও দপ্তর জানায় যে পিএম কেয়ার্স ফান্ড ২০০৫-এর তথ্য জানার অধিকার আইনের(রাইট টু ইনফরমেশন অ্যাক্টের) সেকশন ২(এইচ)-এর অন্তর্গত ‘জনগণের কর্তৃপক্ষ’ (পাবলিক অথরিটি) নয়। আরও পড়ুন:তথ্য জানার অধিকার আইনের বাইরে পিএম কেয়ার্স ফান্ডঃ প্রধানমন্ত্রী দফতর

তার পরিপ্রেক্ষিতে আবেদনে দাবি করা হয় যে এই তহবিলন্ড সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে, তাহলে এটা পাবলিক অথরিটি বলে পরিগণিত হবে না কেন। যদি এটা পাবলিক অথরিটি না হয় তাহলে কিভাবে জনসাধারণের সর্বোচ্চ কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি সংস্থাকে ও সরকারি চাকুরিজীবীদের এই তহবিলে দান করার জন্য উৎসাহিত করতে পারে। আরও পড়ুন:পিএম কেয়ার্সে জমা অর্থের তথ্য ও ক্যাগ অডিট চেয়ে মামলা খারিজের আবেদন কেন্দ্রের

যেহেতু এই ‘প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এন্ড এমার্জেন্সি সিচুয়েশনস্ ফান্ড’ সংক্ষেপে পিএম কেয়ার্স ফান্ড নাগরিকদের সাহায্য, ত্রাণ এবং জরুরি ভিত্তিক পরিস্থিতির উদ্দেশ্যে গঠিত হয়েছে তাই করোনার ফলে ক্ষতিগ্রস্তদের জানার অধিকার রয়েছে এই তহবিলে কত টাকা জমা পড়ল এবং কত টাকা খরচ হল।

এই মাসের ১০ তারিখে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here