ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
উত্তরপ্রদেশে সংবিধানের ৩৫৬ ধারা জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ল আবেদন।
One lawyer, Advocate CR Jaya Sukin, has moved the #SupremeCourt of India seeking a direction upon the Central Government to impose State Emergency under Article 356 of the Constitution in the state of Uttar Pradesh.
Read Petition: https://t.co/wqusOWeeF6
UttarPradesh pic.twitter.com/WBwDxU6s2F— Live Law (@LiveLawIndia) October 5, 2020
সিআর জয়া সুকিন নামক এক আইনজীবী গত এক বছরে রাজ্যের আইন শৃঙ্খলার উপর প্রশ্ন চিহ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেন। আবেদনে দাবি করা হয় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে উত্তর প্রদেশ সরকার সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে সক্ষম নয়, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করে জরুরি অবস্থা ঘোষণা করা হোক।
সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলা সম্বন্ধীয় বিস্তারিত রিপোর্ট চেয়ে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন।
আরও পড়ুন:
হাথরাস কান্ডে যোগী সরকারকে একহাত নিল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া
আইনজীবী জয়া সুকিন আবেদনে সাম্প্রতিক ঘটে যাওয়া হাথরাস ধর্ষণকাণ্ড, কাফিল খানের বেআইনি বন্দিত্ব, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ঘটনায় পুলিশের অত্যাচার ও মানবাধিকার লংঘন, সিএএ বিরোধী আন্দোলনকারীদের ছবিসহ পোস্টার টাঙানো, উন্নাও ধর্ষণকাণ্ড প্রমূখ ঘটনার প্রসঙ্গ টেনে আনেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584