ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা সংকটে অবিলম্বে দেশের ভুয়ো বাবাদের আশ্রম গুলো বন্ধ করার নির্দেশ চেয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।
COVID-19 : Plea In SC For Closure Of Ashrams Run By 'Fake Babas' https://t.co/bWdgS1oqKS
— Live Law (@LiveLawIndia) April 1, 2020
গত ২৩ শে মার্চ সর্বোচ্চ আদালতের জেলখানায় ভিড় কমানো সংক্রান্ত এক আদেশ উল্লেখ করে আবেদনকারী দাবি করে যে ঐ সমস্ত আশ্রমে জেলখানার মত অবস্থাতেই বহু বালিকা এবং মহিলা বসবাস করতে বাধ্য হচ্ছে। আবেদনকারী দাবী করে যে তার নিজের মেয়েও ২০১৫ সাল থেকে দিল্লির রোহিনি এলাকার এক আশ্রমে রয়েছে। এই আশ্রমের প্রতিষ্ঠাতাও এক ভুয়ো বাবা যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং যিনি ৩ বছর ধরে পলাতক। তিনি দিল্লির রোহিনী এলাকার সেই ‘আধ্যাত্বিকা বিদ্যালায়া (Adhyatmika Vidyalaya)’ নামক আশ্রম থেকে তার মেয়ে সহ ১৭০ জন মহিলার মুক্তি চেয়ে আদালতের নির্দেশ চেয়েছেন বলে সংবাদসংস্থা লাইভ ল্য সূত্রে জানা গেছে।
তিনি এই আবেদনে দেশের ঋষি মুনিদের সর্বোচ্চ সংগঠন ‘অখিল ভারতীয় আখড়া পরিষদ’ এর দেওয়া ১৭ জন ভুয়ো বাবার একটি তালিকা আদালতের সামনে তুলে ধরেন। সেই তালিকায় রয়েছেন আশারাম বাপু, গুরমিত রাম রহিম, রাধে মা প্রমূখ। তিনি আবেদনে এই ১৭ জন মেকি বাবার আশ্রম গুলো থেকে জেলের মত অস্বাস্থ্যকর পরিবেশে থাকা মহিলাদের করোনা ভাইরাস থেকে বাঁচাতে বের করে আনার ব্যাপারে আদালতের দিকনির্দেশনা চেয়েছেন। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার জন্য নিরীহ মহিলারা এই সমস্ত বাবাদের খপ্পরে পড়েন বলে আবেদনকারীর যে অভিযোগ সে ব্যাপারেও আদালতের হস্তক্ষেপ দাবি করা হয় এই আবেদনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584