ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধন করে ‘ইন্ডিয়া’ নামটি পাল্টে ‘ভারত’ করার আবেদন স্থগিত রাখল ভারতের সর্বোচ্চ আদালত।
শুক্রবার জাস্টিস এএস বোপান্না ও জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চ প্রধান বিচারপতি জাস্টিস এসএ বোবদের অনুপস্থিতির কারণে আগামী ২রা জুন পর্যন্ত শুনানি স্থগিত রাখে।
The Supreme Court on Friday adjourned the hearing of a plea seeking amendment of Article 1 of the Constitution of India to the extent of altering the name of India to "Bharat".
Read more: https://t.co/9JNa8YPZNV#SupremeCourt pic.twitter.com/YQi0WAvzxi— Live Law (@LiveLawIndia) May 29, 2020
আইনজীবী রাজকিশোর চৌধুরীর মাধ্যমে দায়ের করা এই মামলায় আবেদনকারী ব্যক্ত করেন যে ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশবাসী উপনিবেশিক ইংরেজি নাম থেকে মুক্তি পাবে।আবেদনকারীর মতে ‘ইন্ডিয়া’ নামটি দাসত্বের প্রতীক। তাই তিনি শীর্ষ আদালতকে আবেদন করেছেন কেন্দ্র সরকারকে সঠিক নির্দেশনা দানের জন্য যাতে করে সরকার ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশের নাম ‘ভারত’ করতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584