ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশের নাম পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লির এক বাসিন্দা। মঙ্গলবার শুনানির দিন থাকলেও প্রধান বিচারপতি এসএ বোবদে ছুটিতে থাকায় পিছিয়ে গেল শুনানি। এমনকি আগামীতে কবে আবার শুনানি হবে সে বিষয়েও এ পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।
আইনজীবী রাজকিশোর চৌধুরীর মাধ্যমে দায়ের করা এই মামলায় আবেদনকারী ব্যক্ত করেন যে ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশবাসী উপনিবেশিক ইংরেজি নাম থেকে মুক্তি পাবে।আবেদনকারীর মতে ‘ইন্ডিয়া’ নামটি দাসত্বের প্রতীক। তাই তিনি শীর্ষ আদালতকে আবেদন করেছেন কেন্দ্র সরকারকে সঠিক নির্দেশনা দানের জন্য যাতে করে সরকার ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশের নাম ‘ভারত’ করতে পারে।
আরও পড়ুন:পিএম কেয়ার্সে জমা অর্থের তথ্য ও ক্যাগ অডিট চেয়ে মামলা খারিজের আবেদন কেন্দ্রের
গত শুক্রবারও জাস্টিস এএস বোপান্না ও জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চ প্রধান বিচারপতির অনুপস্থিতিতে শুনানি পিছিয়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584