মনিরুল হক, কোচবিহারঃ
ঠিকা প্রথা বাতিলের দাবিতে প্লাইউড কারখানায় আন্দোলন শুরু করল শ্রমিকরা। বুধবার মাথাভাঙ্গা গোলকগঞ্জ তিরুপতি কারখানায় বিক্ষোভ দেখায় ওই শ্রমিকরা।
প্লাইউড কারখানার শ্রমিকদের পক্ষে গৌতম বর্মন শ্রমিক জানান,আমরা মাথাভাঙ্গার গোলকগঞ্জ তিরুপতি কারখানার শ্রমিকরা একটি বিশাল সমস্যায় পড়েছি। দীর্ঘ বহু বছর ধরে মালিকের আন্ডারে শ্রমিকের কাজ করছি। বর্তমানে ঠিকাদারের আন্ডারে কাজ করতে হবে বলে মালিক পক্ষ আমাদের জানিয়ে দিয়েছে।”
আরও পড়ুনঃ খড়্গপুর- টাটানগর শাখায় ট্রেনের গতি বাড়াতে জোর কদমে শুরু হয়েছে তৃতীয় লাইনের কাজ
তারা বলেন, ঠিকাদারের আন্ডারে কাজ করলে যাবতীয় সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত হব, সেই কারণে আমরা প্রথার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। শ্রমিকরা প্রথমে মাথাভাঙ্গার মহকুমা শাসকের নিকট পত্র প্রদান করেন। পরবর্তী সময়ে মাথাভাঙ্গা মহকুমার আঞ্চলিক শ্রম দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নিকট পত্র প্রদান করেন। শ্রমিকদের বক্তব্য শ্রম দফতর আধিকারিক বিস্তারিতভাবে শোনেন। বিষয়টি দেখার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ সাপ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিক্রেতা
এবিষয়ে জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেশ বর্মন ও দেবাশীষ মজুমদার বলেন, শ্রমিকদের কিছু সমস্যা তৈরি হয়েছে এনিয়ে তারা আমাদের কাছে এসেছে আমরা বিষয়টি তাদের কাছ থেকে শুনেছি দেখা যাক কি করে সমস্যার সমাধান করা যায়।
আরও পড়ুনঃ ফালাকাটায় গরু চুরির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের
তিরুপতি কারখানার মালিকদের পক্ষে পার্থ উপাধ্যায় বলেন, বর্তমানে ঠিকা প্রথায় কারখানার উৎপাদন বেশি হয় তাই ঠিকা প্রথা আমরা বেছে নিতে চাইছি। তবে শ্রমিকদের কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে, এধরনের কোন সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি।
শ্রমিকরা আরও জানান যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা না মিটবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব বলে জানিয়েছেন শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584