পিয়ালী দাস, বীরভূমঃ
আসন্ন পৌষ মেলা ঘিরে ব্যবসায়ী সমিতি এবং বিশ্বভারতীর মেলা কমিটির মধ্যে টানাপোড়েন বেড়েই চলেছে। গত কয়েকদিন আগে পৌষমেলায় স্টল বণ্টনের প্রক্রিয়া নিয়ে সোচ্চার হয়েছিল ব্যবসায়ী সমিতি। অনলাইন প্রক্রিয়া এবং স্টল বুকিং-এর গচ্ছিত টাকা কমানোর দাবিতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিল ব্যবসায়ীরা। পাশাপাশি সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীদের তিন দিন সময় দেওয়া হয়েছিল উপাচার্যকে। কিন্তু তিন দিন পেরিয়ে গেল বিশ্বভারতী তরফে কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় ব্যবসায়ী সমিতি এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের স্মারকলিপির কোন উত্তর দেবার প্রয়োজন মনে করেনি। সমিতির পক্ষ থেকে প্যান্ডেল মালিকদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন কোনোভাবেই বিশ্বভারতীর কোন অনুষ্ঠানে প্যান্ডেলের দায়িত্ব গ্রহণ না করে। এদিকে পৌষ মেলার দূষণ নিয়ে পরিবেশ আদালত রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশিকা তৈরি করে রায় দিয়েছে দ্রুত রাজ্য সরকারকে কমিটি গঠন করে দূষণ নিয়ে রিপোর্ট জমা করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃমায়ের মন্দিরে পায়ের ছাপ দেখতে ভিড় অগণিত জনগণের
পরিবেশ আদালতে আগামী ২০২০ সালের ২৪শে জানুয়ারী দূষণ নিয়ে মামলার শুনানির দিন পড়েছে। বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিক অশোক মাহাতো জানিয়েছেন পরিবেশ আদালত পৌষ মেলার দূষণ নিয়ে নির্দিষ্ট কিছু রায় দিয়েছে আদালতে সম্পূর্ণ রায় হাতে পেলে নির্দেশিকা সম্পর্কে বলা যাবে। এখনো অব্দি পৌষ মেলায় মাত্র ১৮০ টি স্টল বুকিং হয়েছে এখন দেখার ব্যবসায়ী সমিতি এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ দুই পক্ষেরই নিজেদের অবস্থানকে ঘিরে অনড় মনোভাবের অবসান আদৌ হয় নাকি বিষয়টি নিয়ে বিশ্বভারতীর আচার্য্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584