নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পিএম কেয়ার তহবিলে যে অর্থ এতদিন জমা পড়েছে সেই অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে জমা করার দরকার নেই। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পিএম কেয়ার তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে পাঠানো হোক- এই আবেদন করে কেন্দ্রের বিরুদ্ধে এক এনজিও জনস্বার্থ মামলা দাখিল করে। এদিন সুপ্রিম কোর্ট সেই এই মামলা খারিজ করে দেয়।
বিচারপতি অশোষ ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে যে দুটি অর্থ তহবিল আলাদা করে থাকতে পারে। যে যেখানে চায় টাকা দিতেই পারে কিন্তু পিএম কেয়ার-এর টাকা এনডিআরএফ-এ দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। চলতি বছরের ২৮ মার্চ পিএম কেয়ার তহবিল তৈরী করে সরকার।
আরও পড়ুনঃ জনসমক্ষে বিচার ব্যবস্থার প্রতি দুর্নীতির অভিযোগের শুনানি তিন বিচারপতির বেঞ্চে
করোনার মতো কোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করার জন্যই এই ট্রাস্ট তৈরী করা হয়। আবেদনকারীরা বলেছিলেন যে এই খাতে টাকা তো এনডিআরএফ-এই জমা করা যায়, আলাদা করে নতুন তহবিল বানানোর কি প্রয়োজন। এতে আইন ভঙ্গ হচ্ছে বলে তারা দাবি করে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সম্মতি, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক পরিবর্তিত হয়ে এখন শিক্ষা মন্ত্রক
আদালতে এর বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার। তাঁরা বলে যে ত্রাণকাজের জন্য এরকম অনেক কোষই আগে বানানো হয়েছে। এটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট বলে জানায় কেন্দ্র, যেখানে যে ইচ্ছে টাকা দিতে পারে।
দুই পক্ষের সওয়াল জবাব শুনে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৯ বিপর্যয় মোকাবিলা আইন কোভিড-১৯ মোকাবিলার জন্য যথেষ্ট। এর জন্য কোনও নতুন পরিকল্পনার প্রয়োজন নেই। প্রয়োজনে স্বেচ্ছায় এনডিআরএফ-কে অর্থ সব সময় দওয়া যায় বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584