মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সমগ্র দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। সোমবার, লকডাউন পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
এছাড়াও মোদীর ভিডিও কনফারেন্সে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাাথ, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তৃতীয় দফার লকডাউন শেষের মুখে আর তার আগেই করোনা পরিস্থিতিতে দেশে লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হবে কিনা তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
এবারের ভিডিও কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আলাদা করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল বলে খবর। বিগত ভিডিও বৈঠকগুলোতে বাছাই করা কয়েকজন মুখ্যমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি, করোনায় লকডাউনের জেরে দেশের অর্থনীতি কী ভাবে চাঙ্গা করা যায়, সে নিয়েও এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584