মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ দশমী। মা দুর্গার বিদায়ের পালা। মিষ্টিমুখে বিদায় নিলেন উমা। প্রতিমা নিরঞ্জনের পর একে একে বিজয়ার প্রণাম, কোলাকুলি সেরে নিচ্ছে আপামর বাঙালি।
দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, বিজয়ার শুভেচ্ছা হিসাবে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে,
শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে।মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 15, 2021
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।” হিন্দি ভাষায় টুইট করে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
President Kovind interacted with the jawans & officials of all ranks along with their families at the Northern Command, Udhampur, J&K. He extended best wishes to the soldiers on the occasion of Dussehra. pic.twitter.com/zHIuFaJa6A
— President of India (@rashtrapatibhvn) October 14, 2021
আরও পড়ুনঃ করোনা বিধি মেনে গঙ্গার ১৭টি ঘাটে প্রতিমা নিরঞ্জন, সতর্ক পুলিশ ও পুরসভা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন, বিজয়া দশমীর দিনেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠবে দেশ। তিনি যে দেশের সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করবেন, তাও এদিন টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
विजयादशमी के पावन अवसर पर आप सभी को अनंत शुभकामनाएं।
Greetings to everyone on the special occasion of Vijaya Dashami.
— Narendra Modi (@narendramodi) October 15, 2021
আরও পড়ুনঃ বুর্জ খলিফার আলো বন্ধ করার পরও কলকাতার রাস্তায় জনস্রোত, ভিড় এড়াতে বাতিল কিছু বিশেষ ট্রেন
এদিন দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা জওয়ান ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করেন তাঁদেরও বিজয়ার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584