বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কোভিড প্রোটোকল মেনে উৎসব পালনের বার্তা মমতার

0
90

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দেশজুড়ে আজ পালিত হচ্ছে বড়দিন উৎসব অর্থাৎ যিশুর জন্মদিন। ক্রিসমাসের আলোয় সেজে উঠেছে সারা দেশ। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, গির্জায় প্রার্থনা সাথে কেক, মহাসমারোহে চলছে ক্রিসমাস উৎসব৷ সেই উপলক্ষে সমগ্র ভারতবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Modi Mamata

এই উৎসব আবহে আজ সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা। আজকের দিনে আমরা যিশু খ্রিষ্টের জীবন ও মহৎ শিক্ষার কথা স্মরণ করব। সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। সর্বস্থানে যেন সম্প্রতি বিরাজমান থাকে।”

অপরদিকে ঠিক রাত ১২টায় টুইট করে দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোভিড প্রোটোকল মেনে উৎসব পালনের কথা বলেছেন তিনি। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা বাড়িয়েছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যেই ১১টিরও বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।

আরও পড়ুনঃ বড়দিনের আনন্দ শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও, বেকারিদের মুখে ফুটেছে হাসি

বড়দিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি টুইটারে লেখেন, “দেশবাসীদের বিশেষ করে আমাদের খ্রিস্টান ভাই-বোনদের জানাই শুভ বড়দিন। আজকের এই আনন্দের দিনে আসুন আমরা সংকল্প করি ন্যায়বিচার ও স্বাধীনতার মূল্যবোধের উপর ভিত্তি করে সমাজ গড়ার। নিজেদের জীবনে যীশু খ্রীষ্টের শিক্ষা মেনে চলি।” আজকের এই শুভ দিনে শান্তির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here