নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশের সাড়ে ৮ কোটি কৃষকদের জন্য ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কৃষকদের জন্য নতুন প্রকল্প ‘কৃষি পরিকাঠামো তহবিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই অর্থের সাহায্যে কৃষকরা ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের কৃষিতে বিপ্লব আসবে বলে আশা প্রধানমন্ত্রীর।
A special fund of Rs. 1 lakh crore has been launched to prepare agricultural facilities in the country; this will help in creating better storage, modern cold storage chain in villages and many employment opportunities will be created: PM @narendramodi#AatmaNirbharKrishi pic.twitter.com/Av1y8eaKAD
— DD News (@DDNewslive) August 9, 2020
কেন্দ্রের প্রদত্ত এই অর্থে মধ্যবর্তী কোনো ব্যক্তির কমিশন বা হস্তক্ষেপ থাকছে না। তবে সরাসরি কোনও আর্থিক সাহায্য নয়, বরং ঋণের মাধ্যমেই কৃষকরা এই অর্থ পাবেন।
আরও পড়ুনঃ নতুন করে টেস্ট-ই হয়নি অমিত শাহর জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
এদিন নাবার্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এক লক্ষ কোটি টাকার তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই অর্থ কৃষকরা ঋণ হিসেবে নিতে পারবেন। নাবার্ডের সঙ্গে এ নিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মউ স্বাক্ষরিতও হয়েছে।
প্রধানমন্ত্রীর কিষাণ যোজনারই অন্তর্গত এই তহবিল। প্রসঙ্গত, জুলাই মাসেই কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছিল। তবে আর্থিক সাহায্য নয়। বরং ঋণের মাধ্যমে মিলবে এই অর্থ। তবে সেক্ষেত্রে সুদে বেশ কিছুটা ছাড় মিলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584